সরাইলে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৮:৫৬ | অনলাইন সংস্করণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০২৪-২৫ অর্থ বছরে তেলজাতী ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে সূর্যকান্দি এলাকায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. একরাম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা, ব্রাহ্মণবাড়িয়া বীজ প্রত্যয়ন এজেন্সি ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক, কুমিল্লা অঞ্চলের তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প প্রেষণে মনিটরিং অফিসার ও উপপরিচালক কৃষিবিদ মোঃ আবু তাহের প্রমুখ।
বক্তারা বলেন, উক্ত মাঠ দিবসে তেল জাতীয় ফসলের চাষ এবং উৎপান বৃদ্ধির লক্ষে প্রকল্পের আওতায় কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং তা চাষ করার জন্য উদ্বুদ্ধ করেন।
আমার বার্তা/মো. রিমন খান/এমই