কুলাউড়ায় ৩ কোটি টাকার সরকারি জমি উদ্ধার
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ২০:২৩ | অনলাইন সংস্করণ
সৈয়দ মিছবাহ, মাল্টিমিডিয়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাম্মনবাজাররে ব্যাপক অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
১৯ই নভেম্বর মঙ্গলবার, কুলাউড়া উপজেলার দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিষ্টেঢ শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে একটি ব্যাপক অভিযান চালানো হয়।
এই অভিযানে কুলাউড়ার ব্রাম্মণবাজারে অবস্থিত কুলাউড়া- মৌলভীবাজার মেইন সড়কের পাশে থাকা কাচাবাজার,ফলের দোকান,কাপড়ের দোকান ও চা ষ্টলসহ প্রায় ৬০-৭০টি দোকান দখলদারদের উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে কুলাউড়া থানার এএস আই তোফায়েল আহমেদ ও এএস আই আব্দুল মালেকসহ পুলিশের একটি বিশেষ টিম সহযোগীতা প্রদান করে।
অভিযানে দেখা যায়, বাজারের প্রায় অধিকাংশ জায়গা দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করা হয়েছিল। দেখা যায় রাস্তার জায়গা দখল করে স্থায়ী ফলের দোকান গড়ে তোলা হয়েছিল। এই সমস্ত অবৈধ দখল সরকারি সম্পত্তির ওপর চরম হুমকি তৈরি করেছিল।
সহকারী কমিশনার ভূমি শাহ জহুরুল হোসেন জানান, প্রায় এক সপ্তাহ আগে দখলদারদের নোটিশ দেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, বাজারের নিয়ম অনুযায়ী ব্যবসা করতে সবাইকে অনুমতি দেওয়া হবে। তবে সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না।
অভিযান শেষে উপজেলা নিবাহী কমকতা ইউএনও মো : মহিউদ্দিন উচ্ছেদকৃত ব্যবসায়ীদের আশ্বাস দিয়েচেন যে তাদের জন্য বাজারের একটি নিদিষ্ট জায়গায় পূনবাসনের ব্যবস্হা করে দেওয়া হবে। সাধারণ ব্যবসায়ীরা এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তবে কিছু দখলদার এই উচ্ছেদে ক্ষুব্ধ হয়েছেন। তারা দাবি করেন, তারা দীর্ঘদিন ধরে এই জায়গায় ব্যবসা করে আসছেন এবং তারা মুঠি দিয়ে আসছেন।