গাজীপুরে ২৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৫:৩৫ | অনলাইন সংস্করণ

  গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের কুনিয়া বড়বাড়ি এলাকায় ২৫০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।

তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক আসাদুজ্জামান আজাদ জানান, গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকার বিভিন্ন বাসা বাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে - এমন তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায়  একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন ও পূর্বে বিচ্ছিন্নকৃত রাইজার হতে গ্যাস ব্যবহারের দায়ে ও অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় মোট তিনটি রাইজার বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে বৈধ বিতরণ লাইন হতে সম্পূর্ণ অবৈধভাবে স্থাপিত মোট সাতটি রাইজার ও একটি অবৈধ বিতরণ পয়েন্ট কিলিং করা হয়। অবৈধভাবে স্থাপিত মোট ২০০ ফুট পাইপলাইন উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৩০ টি বাড়ির ২৫০ টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

অভিযান পরিচালনার সময় তিতাস গ্যাসের উপব্যবস্থাপক আসাদুজ্জামান আজাদ, ফয়সাল আহমেদ, শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ ও রাকিব আহমেদ, সহকারি কর্মকর্তা শরীফ সরয়ার আশা ও সোহেল রানাসহ তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আমার বার্তা/প্রতাপ কুমার গোপ/এমই