হিলিতে ভোক্তা অধিকারের অভিযান, ১৮ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১৪:১০ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:
দিনাজপুরের হিলিতে ফিড ও ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল এবং ফিডের দোকানে মেয়াদোত্তীর্ণ অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে হিলি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এ অর্থদণ্ড করেন।
তিনি বলেন, স্থানীয় মেসার্স কাওসার এন্টার প্রাইজ ফিডের দোকানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ পাওয়ায় দশ হাজার, মণ্ডলের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি করায় পাঁচ হাজার এবং শিউলি ফার্মেসিতে একই অভিযোগে জাহিদুল ইসলামকে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আমার বার্তা/জেএইচ