মহালছড়ি সেনা জোন কতৃক মাদ্রাসা শিশুদের শীতবস্ত্র উপহার
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩ | অনলাইন সংস্করণ
মহালছড়ি প্রতিনিধি :
মানব উন্নয়ন কর্মসূচির আওতায় মহালছড়ি উপজেলাস্থ নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত কোমলমতি শিশুদের মহালছড়ি সেনাবাহিনী ৫৭ ইবি কতৃক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়ার উপস্থিতিতে ৬০ জন মাদ্রাসার শিক্ষার্থীদের এই উপহার প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম সহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ শিক্ষার্থীরা।
উল্লেখ্য মহালছড়ি জোন কতৃক নিয়মিত উপজেলাস্থ পাহাড়ের দূর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় মানুষকে চিকিৎসা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা সহ চক্ষু রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হচ্ছে। এতে দূর্গম এলাকার মানুষ উন্নত মানের সেবা পাচ্ছে বলে সুবিধাভোগীরা অকপটে স্বীকার করেন।
এই কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে এক সেনা কর্মকর্তা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ে দেশের মানুষের পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, এই প্রক্রিয়া চলমান থাকবে।