চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর বারেক গ্রেপ্তার

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:৫৩ | অনলাইন সংস্করণ

  মোঃ সৈয়দ মিয়া (মাল্টিমিডিয়া প্রতিনিধি) চট্টগ্রাম :

ছবি:সংগৃহীত


চট্টগ্রামে পতেঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবদুল বারেক কোম্পানিতে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।
১৬ ডিসেম্বর সোমবার সকালে তাকে নগরীর বাকলিয়া থানাধীন দিদার মার্কেট এলাকার একটি ভাড়াবাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আবদুল বারেকের মেয়ে সালমা সোলতানা মনি বলেন, বাকলিয়ার একটি বাসা থেকে আমার বাবাকে গ্রেফতার করা হয়েছে। জানতে পেরেছি তাকে কোতায়ালী থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে সাবেক এই কাউন্সিলরের বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলিবর্ষণসহ তার বিরুদ্ধে মামলা রয়েছে।