টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:০৭ | অনলাইন সংস্করণ
মল্লিক জামাল(মাল্টিমিডিয়া প্রতিনিধি) বরগুনা :
বরগুনা পাথরঘাটা উপজেলার মাঝেরচরে নদীর তীরে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও এলাকাবাসী।
আজ সকাল ১১ টায় মাঝের চড় এলাকার নদীর পরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানবন্ধনে এলাকাবাসীর সাথে উপস্থিত ছিলেন, কাকচিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরোয়ারুল আলম, আনোয়ারুল হোসেন, সোবাহান মোল্লা ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রবল ঘূর্ণিঝড়সহ ছোটখাটো বন্যার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় মাঝের চরের মানুষদের। ২০০৭ সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের বহুলোক মারা যায় এই মাঝের চড়ের । আমরা আর ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িবাঁধের দাবি মাঝের চরের ক্ষতিগ্রস্ত পরিবার।