ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনে মেসার্স উজ্জ্বল ইলেকট্রনিক্সের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২ | অনলাইন সংস্করণ

  নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন


মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর স্থানীয় প্রচার- প্রচারণার অংশ হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল জোনের ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স উজ্জ্বল ইলেকট্রনিক্স। অর্ধশতাধিক সাব-ডিলারসহ দেড় শতাধিক সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে তারা।

বুধবার (১৮ ডিসেম্বর) ওয়ালটন ভাদ্রা বাজার, নাগরপুর, টাঙ্গাইল কর্তৃক টি শার্ট, ফেস্টুন, ব্যানার, ব্যান্ড পার্টি, মাইকিং, লিফলেট বিতরণসহ প্রায় তিন শতাধিক লোকবল নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় মোরগ লড়াই খেলার আয়োজন করা হয়।

ওয়ালটনের ডিস্ট্রিবিউটর মেসার্স উজ্জ্বল ইলেকট্রনিক্স এর শারুম থেকে শুরু হয়ে ভাদ্রা বাজার পদক্ষীণ করে ৫০ নং টেংরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। ব্যান্ড পার্টির তালে তালে উক্ত র‍্যালিতে উৎসুক জনতা আনন্দচিত্তে অংশগ্রহণ করে। রেলীর শেষে মনোমুন্ধকর মোরগ লড়াই খেলা অনুষ্ঠিত হয় এবং উক্ত খেলায় বিজয়ীদের মধ্যে মেসার্স উজ্জল ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আনন্দ র‍্যালি উদ্বোধন করেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কর ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মওদুদ পারভেজ মামুন, রিজিওনাল সেলস ম্যানেজার এস এম রাসেল মিয়া এবং মেসার্স উজ্জল ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী মােঃ উজ্জল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চ্যানেল আই প্রতিনিধিসহ স্থানীয় নিউজ চ্যানেলের প্রতিনিধি ও ইউটিউবাররা উপস্থিত ছিলেন। 

ডিজিটাল ক্যাম্পেইন প্রাগ্রামে সামাজিক এবং দায়বদ্ধতা থেকে স্বানীয় ভাদ্রা বাজারে প্রয়োজনীয় সংস্কার কাজ ও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং ৫০ নং টেংরীপাড়া পরাথমিক বিদ্যালয় এর বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মেসার্স উজ্জল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় টি-শাট বিতরণ করা হয়।

এসময় আগামী দিনগুলোতে ডিলারদের সঙ্গে ওয়ালটনের সু-সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশাপ্রকাশ করেন সবাই।