মাগুরায় ডিবি’র অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:২২ | অনলাইন সংস্করণ

  জেলা প্রতিনিধি, মাগুরাঃ

ছবি:সংগৃহীত

মাগুরা জেলার ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫৭৫ (পাঁচশত পচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ তারিক হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।

মাগুরা জেলার পুলিশ সুপার  মিনা মাহমুদা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন।

 তারই ধারাবাহিকতায় মাগুরা ডিবি পুলিশের একটি চৌকস দল এসআই (নিঃ),মানিক কুমার শিকদার, এসআই (নিঃ) মোঃআসাদুজ্জামান ও এসআই (নিঃ)মোঃ রেজাউল কবির এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে  ১৭/১২/২০২৪ খ্রিঃ তারিখ ৪ঃ১৫ ঘটিকার সময়  মাগুরা সদর থানাধীন পৌরসভার ০৭ নং ওয়ার্ডস্থ পুরাতন বাজার, ব্রীজের উপর  ডিবি পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ৫৭৫ (পাঁচশত পচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ পারনান্দুয়ালী চরপাড়া নিবাসী জৈনক তাহাজ্জদ হোসেনের পুত্র মোঃ তারিক হোসেন (৫০), কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।আসামী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গিয়েছে।

এই বিষয়ে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।