কয়রায় বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দের সংবর্ধনা ও আলোচনা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:৫২ | অনলাইন সংস্করণ
কয়রা(খুলনা)প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। কয়রা উপজেলা পরিষদ মাঠে জাতীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল,সমাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব।কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সঞ্চলনায়, কয়রা উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও রুলী বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কয়রা থানা অফিসার ইনচার্জ জি এম এমদাদুল হক, কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জি এম মাওলা বক্স, জামায়াতে ইসলামী কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুল আলম, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ মহাসিন আলম প্রমুখ।