কুলাউড়ায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:১৮ | অনলাইন সংস্করণ

  সৈয়দ মিছবাহ (মাল্টিমিডিয়া প্রতিনিধি) কুলাউড়া :

মাদক ব্যবসায়ী গ্রেফতার

 মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ফজলু মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেলের দিকনির্দেশনায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম আপছারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই আব্দুল আলিম, এএসআই আরিফুর রহমান, এএসআই বাবুল মিয়া, এএসআই আসিফ করিম এবং সঙ্গীয় ফোর্স।

কুলাউড়া থানার মামলা নম্বর ১০(১২)২৪ (মাদক মামলা), ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) এর আওতায় আসামি ফজলু মিয়াকে গ্রেফতার করা হয়। ফজলু মিয়া বাহুবল থানার উমরিতা গ্রামের মৃত জহুর আলীর ছেলে।

গ্রেফতারের পর আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।