গজারিয়ায় একাধিক মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়  একাধিক মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপি  ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে  প্রথমে আনারপুরা রওজাতুল উলুম মাদ্রাসা, পুরান বাউশিয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা  ও এতিমখানা এবং হোগলাকান্দি হাফিজিয়া মাদ্রাসায় শীত বস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, কামরুজ্জামান রতন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, ইসহাক আলী, সাবেক ভিপি রফিকুল ইসলাম মাসুম, যুবদল যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন রুমি, ছাত্রদল সভাপতি জসিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি জসিম, যুবদল সাধারণ সম্পাদক নাজির শিকদার, বাউশিয়া ইউনিয়ন, বিএনপি সভাপতি হাসমত তাঁতি, বিএনপি নেতা মান্নান মিয়াজী, যুবদল আহ্বায়ক সোবাহান,যুবদল যুগ্ন আহবায়ক নজরুল মেম্বার, যুবদল নেতা আশরাফুল আলম সবুজ, ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রনেতা শাহাদাত প্রধান,বঙ্গ নেতা নজরুল ইসলাম, বিএনপি নেতা মো. নুরুল আমিন সরকার,প্রমুখ।

প্রধান অতিথি বলেন আমাদের রাজনীতি দর্শন হলো মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার দিকনির্দেশনায়  সারা বাংলাদেশের সর্বত্রে বিএনপির কাজ করছে।দলের নেতাকর্মীর স্বব প্রণোদিত  উদ্যোগে  শীত বস্ত্র বিতরণের কাজ চলছে। গজারিয়া উপজেলার সর্বাধিক লোককে  শীত বস্ত্র দেয়া হবে।


আমার বার্তা/এমই