সেন্টমার্টিন সুবিধাবঞ্চিতদের কোস্ট গার্ডের চিকিৎসাসেবা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ড সদর দফতরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর শোয়া ২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। এ কাজে ব্যবহার করা হয় জাহাজ মনসুর আলী।
তিনি আরও বলেন, এ সময় সর্বমোট ১৭৩ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন সার্জন লে. আদিব আদনান।
আমার বার্তা/জেএইচ/এমই