ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ | অনলাইন সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

ঘণকুয়াশার কারণে ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং ১ ঘন্টা ৩০মিনিট পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়েছে।এতে ফেরিতে নদী পারাপার হতে আসা যানবাহন শ্রমিক  ও যাত্রীদেরকে কনে কনে শীতের মধ্যে ঘাটগুলিতেই বসে থেকে অপেক্ষার প্রহর গুণতে হয়েছে ।ঘণকুয়াশা কেটে গেলে রবিবার সকাল ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ৮টয় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস চালু হয়েছে বলে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছেন।  
 
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সুত্রে জানা গেছে, ঘণকুয়াশার কারণে রবিবার সকাল ৫টা ২০মিনিট থেকে সকাল সাড়ে ৮টা পরযন্ত ৩ ঘন্টা আরিচা-কাজিরহাট নৌরুটে এবং রবিবার সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পরযন্ত ১ঘন্টা ৩০মিনিট পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

এসময় রো-রো ফেরি খানজাহান আলী যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়।৩টি ফেরি চিত্রা, হামিদুর রহমান ও ধানসিড়ি আরিচা ঘাটে এবং ২টি ফেরি শাহ আলী ও কিষাণী কাজিরহাট ঘাটে পন্টুনে লোড-আনলোডের অপেক্ষায় থাকে।  
 
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দু’টি ফেরি হাসনাহেনা ও কেরামত আলী যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে নোঙর করে থাকে। এছাড়া ৭টি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, বিএস ডাঃ গোলাম মাওলা,বনলতা, শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা এবং বাগাইর লোড-আনলোডের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে এবং ২টি ফেরি ফরিদপুর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাটুরিয়া ঘাটে পন্টুনের সাথে বেঁধে রাখা হয়।
 
বিআইডব্লিউটিসির আরিচা অফিস সুত্রে জানা গেছে, রাতে কুয়াশা তেমন পড়েনি। শনিবার সকালের দিকে এসে কুয়াশা পড়তে থাকে এবং কুয়াশার ঘণত্ব বেড়ে গেলে নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। এসময় ফেরি চলাচল ঝুকিপূ্র্ণ হয়ে পড়ে। এ অবস্থায় ফেরি চলাচলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকায় ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।
 
আরিচা ঘাটে ফেরি পার হতে আসা ট্রাক চালক কুদরত আলী বলেন, তিনি রাজশাহী যাবার উদ্দেশ্যে  নিরায়নগঞ্জ থেকে সিমেন্ট বোঝাই করে গত শনিবার দিবাগত রাত তিনটায় আরিচা ঘাটে আসেন।কুয়াশায় ফেরি বন্ধ থাকায় রবিবার সকালেও তিনি ফেরি পার হতে পারেননি।ঘাটে আসার পর থেকেই সিরিয়ালে রয়েছেন তিনি।  
 
রবিবার সকাল ৮টায় ঘণকুয়াশা গেলে পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ৮টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে বলে বিআইডব্লিউটিসি’র অফিস সুত্রে জানা গেছে।

আমার বার্তা/জেএইচ/এস. এ আলমগীর