কয়রায় আমীরে জামায়াতের আগমন ঘিরে উৎসবের আমেজ

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩ | অনলাইন সংস্করণ

  কয়রা(খুলনা)প্রতিনিধি :

ছবি:আমার বার্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের কয়রায় আগমন উপলক্ষে মানুষের মনে ঈদের আমেজ। উপজেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। ইতিমধ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন করেছেন দলটির নেতাকর্মীরা । সব যায়গায় শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন তোরণ গেট,কর্মী সম্মেলনের আগে দিনব্যাপী মাঠ পরিদর্শনসহ মোটর সাইকেল শোভাযাত্রা, মিছিল-মিটিংয়ে মেতে রয়েছেন তারা।দীর্ঘ দেড় দশক পর আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ মাঠে বেলা ২ টায় শুরু হবে কর্মী সমাবেশ।

এ সমাবেশে প্রধান অতিথীর বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান , সেক্রেটারি জেনারেল,অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনাঞ্চল পরিচালক, মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনাঞ্চল সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। সমাবেশ চলবে বিকাল ৫ টা পর্যন্ত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা আমির মাওঃ মিজানুর রহমান জানান, দীর্ঘ দেড় দশক পর ছাত্রজনতার গন অভ্যুর্থানে দেশের পট পরিবর্তন হয়েছে। আগামীকা ২৬ তারিখ জামায়তের কর্মী সম্মেলন সফল করতে প্রথম বারের মতো কয়রায় আসছেন আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান । বৃহৎ এই কর্মী সম্মেলনকে সামনে রেখে নেতা-কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। লক্ষাধিক মানুষের সমাগমের যে লক্ষ্য ধরা হয়েছে, সেটাকে সামনে রেখেই নেতা-কর্মীরা উচ্ছ্বাসের সঙ্গে একযোগে কাজ করছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনাঞ্চল সহকারী পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, প্রথম বারের মতো আমিরে জামায়াতের কয়রা আগমনে ইতিমধ্যে সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। কয়রার ইতিহাসে সর্ববৃহৎ গন জমায়েত অনুষ্ঠিত হবে। বৃহৎ এই কর্মী সম্মেলন সফল করার ব্যাপারে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি।