রাজবাড়ীতে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
রাজবাড়ীর কালুখালী উপজেলার সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ওই এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (৫ জানুয়ারি) উপজেলার চর খাপুড়া ও চার রামনগর এলাকার সামরিক প্রশিক্ষণ এরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শীতকালীন ম্যানুভার অনুশীলন শেষে তিনি এই ভিত্তিপ্রস্তর ও শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় ৫৫ পদাতিক ডিভিশন ও যশোরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন ২০২৪/২৫ প্রত্যক্ষ করেন। এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামসহ সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই