কুমিল্লায় মাহফিল থেকে ফেরার পথে ট্রাকচাপায় দুইজনের মৃত্যু
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ১৩:০৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
কুমিল্লার লাকসামে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতর হলেন- লাকসাম উপজেলার গুনতি এলাকার তাবারক উল্লাহ (৪২) ও উত্তরকুল এলাকার বাসিন্দা মাসুদ আলম (২৮)। আহত ব্যক্তির নাম তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় একটি মাহফিল শেষে মোটরসাইকেল যোগে ফিরছিলেন ওই তিন ব্যক্তি। পথে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুইজন। দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে রেখে পালিয়ে গেছে চালক। পরে ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
ঘন কুয়াশায় এবং বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, হতাহতরা একটি মাহফিলে অংশগ্রহণ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ভৈষকোপিয়া এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। গুরুতর আহত আরেক আরোহীকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।