দুর্নীতির মামলায় যশোরে আওয়ামী লীগ নেতার ৪ বছরের কারাদণ্ড

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৭:৫১ | অনলাইন সংস্করণ

  উত্তম কুমার (মাল্টিমিডিয়া প্রতিনিধি) যশোর:

ছবি:সংগৃহীত

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে দুর্নীতির মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের স্পেশাল জজ আদালত।

বুধবার (২২ জানুয়ারি) স্পেশাল জজ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এই রায় দেন।

এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সিরাজুল ইসলাম জানান, ২০০৭ সালের ২৭ জুন দুদক যশোর অফিস থেকে শাহীন চাকলাদারকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়া হয়। ওই বছর ১১ জুলাই তিনি আইনজীবীর মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল করেন। তবে দুদকের তদন্তে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পত্তির তথ্য উঠে আসে।
 
এ বিষয়ে ২০০৮ সালের ৩ মার্চ দুর্নীতি দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার রায় ঘোষণা করেন। রায়ে শাহীন চাকলাদারকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করা হয়েছে।
 
শাহীন চাকলাদার যশোরের প্রভাবশালী রাজনীতিবিদ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উপ-নির্বাচনে যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
 
প্রসঙ্গত, রায় ঘোষণার সময় শাহীন চাকলাদার পলাতক ছিলেন বলে জানিয়েছেন আদালতের সংশ্লিষ্টরা।