ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী সায়দুর হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী সায়দুর রহমান হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৬), একই গ্রামের আবদুল খালেকের ছেলে রিপন মিয়া (২৮) এবং একই উপজেলার চর শিবপুর গ্রামের কবির মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের অতিরিক্ত পিপি মো. আজাদ মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোশারফ হোসেন সামী বলেন, ‘ফাঁসির রায়ে আমরা সংক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর মেঘনা নদীর তীর থেকে ফল ব্যবসায়ী সায়দুর রহমানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে আসামিরা জানান, বাড়ি ফেরার পথে বাঞ্ছারামপুরের কড়ইকান্দির ফেরিঘাট এলাকায় সায়দুরকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।


আমার বার্তা/এমই