গজারিয়ায় দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উৎসব পালিত
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দৈনিক যুগান্তরের ২৬ বছর পদার্পণ উপলক্ষে রজত জয়ন্তী উৎসবে উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন উদ্যোগে কেক কাটা কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে গজারিয়া প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সহ-সভাপতি মো. মুকবুল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটা কর্মসূচি পালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি কর্মকর্তা মামুন শরীফ, গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল আলম আজাদ, গজারিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ নজরুল, যুগ্ন সাধারন সম্পাদক আজিজুল হক পার্থ, সহ-সভাপতি জুয়েল দেওয়ান, সহ-সভাপতি আমিরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিয়া, অর্থ সম্পাদক সায়মন শাহাদাত, দপ্তর সম্পাদক আল আমিন।
আরও উপস্থিত ছিলেন সৈয়দ শাকিল,সোলেমান হোসেন সিকদার, মো. মাসুদ,মো হৃদয় মিয়া, মো. ওসমান গনি প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ নজরুল।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই