ঘর মেরামত করতে বলায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করল স্বামী
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ
যশোর ব্যুরো:

যশোরে চৌগাছায় রোকসানা বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পালিয়ে গেছে স্বামী সিজার হোসেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং ঘাতককে ধরতে অভিযান শুরু করেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সিজার হোসেন পেশায় নির্মাণ শ্রমিক। তিনি প্রথম স্ত্রীকে নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বসবাস করেন। তার দ্বিতীয় স্ত্রী রোকসানা বেগম এক সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি সিজার হোসেন বাড়িতে ফিরলে সোমবার রোকসানা তাদের জীর্ণ ঘরটি মেরামতের কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।
একপর্যায়ে সিজার হোসেন বাঁশ দিয়ে রোকসানার মাথায় ও পিঠে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সিজার হোসেন মরদেহ ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক সিজার হোসেনকে আটকে অভিযান শুরু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার বার্তা/এমই