চুয়াডাঙ্গায় বিএনপি নেতা রফিকুল হত্যাকাণ্ডে দলের তিন নেতাকে বহিষ্কার

প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৬:৫৯ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা রফিকুল ইসলাম হত্যার ঘটনায় তিতুদহ ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ মার্চ) রাতে চুয়াডাঙ্গার দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ আদেশ দেয়া হয়েছে।

বহিষ্কারাদেশপ্রাপ্ত নেতারা হলেন, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তদন্তে উল্লেখিতদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ও আদর্শ বিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং দলের সুনাম ক্ষুন্ন হয়েছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্রের আলোকে এবং দলের স্বার্থ রক্ষার্থে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তাদের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, গত শনিবার সদর উপজেলার তিতুদহ গ্রামে টিসিবি ও ভিজিএফ ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে মারামারি হয়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।


আমার বার্তা/সাকিব আল হাসান/এমই