পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১৭:০১ | অনলাইন সংস্করণ

  পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা প্রেস ক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিগঠন করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল দশটায় সংগঠনের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মানবাধিকার কমিশন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম বাদশা’র সভাপতিত্বে সভায় সকলের কন্ঠভোটের মাধ্যমে সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে নির্বাচিতরা হলেন- আহবায়ক মো. এনামুল হক (দৈনিক আমার পিরোজপুর), যুগ্ম আহবায়ক কে এম মনিরুল আলম সেলিম (দৈনিক ভোরের কাগজ), সদস্যসচিব এম, এ জলিল (দৈনিক জাগরণ)।

কার্যনির্বাহী সদস্য: কে এম সাঈদ (দৈনিক আমার দেশ), মো. সিরাজুল ইসলাম মিরাজ (দৈনি কদিনকাল), অনুপ কুমার সিকদার (দৈনিক ইত্তেফাক), মো. মনিরুল ইসলাম চৌধুরী (দৈনিক আমার বার্তা ও ডেইলি ইন্ডাস্ট্রি),  মো. আব্দুল্লাহ আল জুবায়ের (মামুন) (গ্লোবাল টেলিভিশন), আবু জাফর মুহাম্মদ সালেহ (দৈনিক বাংলা), এম. আহসানুল ছগির (দৈনিক সমকাল), এইচ. এম. ফারুক হোসাইন (দৈনিক যুগান্তর), রিয়াদ মাহামুদ সিকদার (দৈনিক নয়াদিগন্ত), মো. এনামুল হক (একাত্তর টেলিভিশন), মিরাজ মাহামুদ মিঠু (ডেইলি অবজারভার), মো. ফয়সাল হাসান সুজন (বিজয়টিভি)।


আমার বার্তা/মো. মনিরুল ইসলাম চৌধুরী/এমই