রাঙ্গাবালী উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২০:৪৯ | অনলাইন সংস্করণ
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার বাহের চর বাজার সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে সহস্রাধিক জনসাধারণ অংশ নেয়।
দোয়া ও ইফতারের পূর্বে উপজেলার নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “ আগামীতে অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে এদেশে ইনশাল্লাহ বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে। তবে, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের সকলের দায়িত্ব রয়েছে মানুষের জন্য কাজ করার। আমরা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হই তবে এ অঞ্চলের মানুষ আমাদের ক্ষমা করবে না।”
রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন হাওলাদারের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমীন, আবুল বশর হাওলাদার, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নান্নু, আনোয়ারুল ইসলাম হাওলাদার, শাহীন মাহামুদ খোকা, আব্বাস হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক মুনিম আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুণ মীর, সদস্য সচিব মু. নিয়াজ আকন সহ অন্যান্য সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে উপস্থিত সকলের ও দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ দোয়া মোনাজাত ও ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।