বাঘাইছড়ি মাহিল্যাতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২১:০৭ | অনলাইন সংস্করণ

  বাঘাইছড়ি প্রতিনিধি:

ছবি : প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৩৭নং আমতলী  ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার (১৬মার্চ) বাঘাইছড়ি উপজেলার ৩৭নং আমতলী ইউনিয়ন মাহিল্যা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দানে এ মহতী আয়োজন সম্পন্ন হয়। এতে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপি'র সভাপতি মো. ওমর আলী। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম,উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আবুল কালাম আজাদ,আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক হুমায়ুন কবির মুসা,আমতলী ইউনিয়ন বিএনপি'র সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মজনু,সাংগঠনিক সম্পাদক মো.রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সবুর, সদস্য সচিব আবু বকর সিদ্দিক মামুন,উপজেলা জাসাস এর সভাপতি সিদ্দিক আলী, সাধারণ সম্পাদক সোলাইমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর উদ্দিন রাজু, সদস্য সচিব হাবিবুর রহমান,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন রশিদ, সহ ৩৭নং আমতলী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দৃ।

নেতৃবৃন্দৃ বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। স্থানীয় জনগণের সাথে সম্পর্ক দৃঢ় করা এবং গণমানুষের প্রত্যাশা পূরণে দল নিরলস কাজ করে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি, জনগণের কল্যাণ ও দলের সফলতা,বেগম খালেদা জিয়া'র রোগমুক্ত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করেন বাঘাইছড়ি মাহিল্যা কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মাওলানা হাফেজ মুফতী আবু বকর সিদ্দিক রুবাবী। শেষে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।