সুন্দরগঞ্জে ভিজিএফের চাল সন্দেহে পিকআপ আটক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২১:১৭ | অনলাইন সংস্করণ
মো. শাহিন মিয়া, সুন্দরগঞ্জ :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার বাজারে একটি পিকআপভর্তি চাল আটকে রেখেছে স্থানীয় জনতা। রবিবার (১৬ মার্চ) দুপুরে সন্দেহ হওয়ায় এলাকাবাসী গাড়িটি আটক করে।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে চালগুলো থানার হেফাজতে নেন।
পিকআপ চালক হারুন মিয়া জানান, কঞ্চিবাড়ি ইউনিয়নের একটি গোডাউন থেকে চালগুলো গাইবান্ধার লেংগাবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। চালের মালিক স্থানীয় ব্যবসায়ী ছক্কু মিয়া ও মোস্তা মিয়া, যাদের কাছ থেকে ব্যবসায়ী মোস্তাফিজার রহমান এই চাল কিনেছেন।
তবে স্থানীয়দের অভিযোগ, শনিবার কঞ্চিবাড়ি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় বিতরণ করা চালই গোপনে সরিয়ে নেওয়া হচ্ছিল।
কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম জানান, শনিবার ৫,৮১৬টি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে, যা উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত ১,১৬৩টি খালি বস্তা এখনো পরিষদের গোডাউনে রয়েছে। তবে আটক চাল সম্পর্কে তিনি কিছু জানেন না এবং স্থানীয় ব্যবসায়ীরা নিয়মিতভাবে ধান-চাল কেনাবেচা করেন বলে জানান।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান বলেন, তিনি গাইবান্ধা জেলায় মিটিংয়ে রয়েছেন এবং এই বিষয়ে তাঁর কোনো তথ্য নেই। সুন্দরগঞ্জ থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, চালগুলো বর্তমানে থানার হেফাজতে রয়েছে এবং যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান জানান, সঠিক তদন্তের পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।