নেত্রকোনার আটপাড়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৬:২৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

মঙ্গলবার রাতে নেত্রকোনার আটপাড়া উপজেলার নারাচাতল গ্রামে ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিবেশী যুবক অন্তর মিয়া (২১) শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছে
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে অন্তর ওই শিশুর ঘরে ঢুকে পড়ে। পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্তর পালিয়ে যায়। পরে রাত ১টার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি শিশুটির বাড়িতে যাই। শিশুটির শরীর ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন আছে। তার শরীরে ধর্ষণচেষ্টার আলামত রয়েছে।’
আমার বার্তা/এল/এমই