ঈশ্বরদীতে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৩:১৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ঈশ্বরদী বাইপাস স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং একটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার দুই ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (১২ এপ্রিল) ভোর পৌনে ৫টায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার এস এম সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের ৬টি চাকা ও প্রথম বগির ২টি চাকা লাইনচ্যুত হয়। ভোর ৬টার দিকে ঈশ্বরদী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৭টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন পঞ্চগড় অভিমুখে যাত্রা শুরু করে।
ঈশ্বরদী বাইপাস স্টেশনে দায়িত্বরত সিগন্যাল মেনটেন্টম্যান (এমএস) খাজা মঈনুদ্দিন জানান, রিলিফ ট্রেন এসে উদ্ধার শেষে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আমার বার্তা/জেএইচ