কুষ্টিয়ায় ভারতীয় তিন মাদককারবারি আটক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ২০:১০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছে থেকে ৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলের দিকে সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটকরা হলেন- মুর্শিদাবাদ জেলার নিজাম উদ্দীন মণ্ডলের ছেলে জুয়েল মণ্ডল (২৫), একই এলাকার শাহাদ আলী মণ্ডলের ছেলে রাকিবুল মণ্ডল (৩৫) এবং কালাচাদ মণ্ডলের ছেলে বাপন মণ্ডল (৩২)।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) চরচিলমারী বিওপি এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রিরচর নামক স্থানে নায়েক মো. শাহজালালের নেতৃত্বে একটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিগ্রিরচর এলাকার ময়েজ উদ্দিন মণ্ডলের ছেলে মো. নিজাম মণ্ডলের (৪৫) বাড়ি হতে ৬৯ বোতল ফেনসিডিলসহ তিন ভারতীয় মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
এ ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশি নাগরিক মো. নিজাম মণ্ডল (৪৫) এবং তার ছেলে মো. শরিফ মণ্ডল (২৫) পলাতক রয়েছে। আটক ভারতীয় চোরাকারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমার বার্তা/জেএইচ