খুলনায় আ’লীগের ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেফতার ৪০
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৫:৫৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

খুলনায় ঝটিকা মিছিলের পর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের অন্তত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও নগরীর পৃথক থানায় তিনটি মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রোববার খুলনা নগরীর জিরো পয়েন্ট, আড়ংঘাটা ও খালিশপুরে মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। বিভিন্ন স্থান থেকে ৪০ জনকে আটক করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার জানান, তিনটি মামলার বাদী পুলিশ। এসব মামলায় দুপুর পর্যন্ত ৪০ জনকে গ্ৰেফতার দেখানো হয়েছে।
আমার বার্তা/এল/এমই