গজারিয়ায় যুবলীগ নেতা আবুল হাসনাতকে জেল হাজতে প্রেরণ
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে আবুল হাসনাত (৩৩) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার (৩ মে) বিকালে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের হানিফ সরকারের ছেলে এবং দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
রোববার (৪ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, আবুল হাসনাতের বিরুদ্ধে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হুমকি, ধমকি ও মারধরের লিখিত ও মৌখিক অভিযোগ রয়েছে। সম্প্রতি চর বলাকি এলাকায় বিএনপির একটি পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই