ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লাখ টাকা দিল গজারিয়া উপজেলা বিএনপি

প্রকাশ : ১২ মে ২০২৫, ১৬:৪৩ | অনলাইন সংস্করণ

  গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আরালিয়া গ্রামে আর্টিলারি সেল বোমা নিষ্ক্রিয়করণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। সোমবার (১২ মে) বিকেল ৪টা সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লা ফরিদ, যুগ্ম আহ্বায়ক ও গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম খান, ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রনি মাস্টারসহ আরও অনেকে।

বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, সাবেক কমিশনার মোতাহার হোসেন জাহাঙ্গীর, গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইস্পাহানি মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন বুলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদি ইসলাম বাবুও এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, ৬৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত হয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি বিএনপির এই নগদ ২ লক্ষ টাকা গ্রহণ করা হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে।

বিএনপির শীর্ষস্থানীয় নেতা আলহাজ্ব মুজিবুর রহমান বলেন, বোমা নিষ্ক্রিয়করণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা এর আগে এক লক্ষ টাকা সহায়তা দিয়েছি। আজ আরও দুই লক্ষ টাকা ইউএনও’র হাতে তুলে দেওয়া হলো। জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মহিউদ্দিন সাহেবের দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও নিরীহ জনগণের পাশে থেকে বিএনপি মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে।

 

আমার বার্তা/মুকবুল হোসেন/এমই