মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো ৮০ দোকান

প্রকাশ : ১৬ মে ২০২৫, ১০:৩৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০/৮০টি দোকান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ এনেছে। আগুনের উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি এবং এতে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ২টার দিকে ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে এ ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলির মধ্যে থাকা দোকানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, সকাল ৮টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে ওই বাজারের ৭০ হতে ৮০টি দোকান পুড়ে গেছে।

তিনি আরও বলেন, আগুনের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি নির্ধারণের কার্যক্রম চলছে। তিনি জানান, আগুনের খবর পেয়ে রাত ২টার কিছুটা পরে ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে শ্রীনগর বাজারে আগুন দেখা দেয়। এরপর নিয়ন্ত্রণে কাজ করতে থাকে তারা। একটি গলিতে আগুন নিয়ন্ত্রণে এলে অন্য গলিতে তা আবার নতুন করে ছড়িয়ে পড়ে। ফলে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়। তবে ফায়ার সার্ভিসের দক্ষতা ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভানোর কাজে স্থানীয় পুলিশ ও দোকানদাররাও সহায়তা করেছেন। এই অগ্নিকাণ্ডে শ্রীনগর বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। কান্না, হতাশা ও আতঙ্কে ভারী হয়ে উঠেছে পুরো বাজার এলাকার পরিবেশ।


আমার বার্তা/জেএইচ