শেরপুর সীমান্তে বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু

প্রকাশ : ২১ মে ২০২৫, ০৯:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে দরবেশ তলা ও গজনী অবকাশ এলাকায় দেড় ঘণ্টার ব্যবধানে বন্যহাতির আক্রমণে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০টার মধ্যে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, আকাশ (৩৮) এবং এফিলিপ মারাক (৪০)। এদের মধ্যে আকাশ দিনমজুর এবং এফিলিপ মারাক পেশায় একজন আাদিবাসী দিনমজুর।

বন বিভাগ ও নিহতের স্বজনরা জানান, সন্ধ্যা থেকে একদল বন্যহাতি বড় গজনীর দরবেশতলা এলাকার একটি লিচু বাগানে হানা দেয়। এসময় স্থানীয়রা মশাল ও সার্চ লাইট জ্বালিয়ে হৈ-হুল্লোড় করে বন্যহাতির দলটি তাড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে রাত ৯টার দিকে বন্যহাতির তাড়া খেয়ে সবাই দৌঁড়ে পালালেও আকাশ পা পিছিলে পড়ে যান। এ সময় বন্যহাতি তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে।

অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে এফিলিসসহ স্থানীয় চার কৃষক বাকাকুড়া এলাকা থেকে বড় গজনীর দিকে আসছিলেন। এ সময় শালবনে থাকা বন্যহাতির দল আকস্মিকভাবে তাদের ধাওয়া করলে অন্যরা দৌঁড়ে বাঁচতে পারলেও এফিলিসকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে মেরে ফেলে বন্যহাতি।

ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম হাতির আক্রমণে দুজনের মুত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ৯টা ও সাড়ে ১০টার দিকে যথাক্রমে উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী দরবেশ তলা এলাকায় এবং গজনী-বাকাকুড়া সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত দুজনের পরিবারের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে নিয়মানুযায়ী তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

এদিকে স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন ধরে ২৫-৩০টি বন্যহাতির দল ঝিনাইগাতীর গজনী ও আশপাশ এলাকায় অবস্থান করে বোরো ধান, কাঁঠাল ও লিচুর বাগানসহ বিভিন্ন স্থানে হানা দিচ্ছিল। এরমধ্যেই দুজন মৃত্যু ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে সবাইকে সতর্ক  ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বনবিভাগের পক্ষ থেকে।


আমার বার্তা/জেএইচ