বিরামহীন বৃষ্টিতে খুলনার জনজীবনে চরম দুর্ভোগ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৫:৪৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার জনজীবন। মঙ্গলবার (৮ জুলাই) ভোর থেকে থেমে থেমে কখনো মাঝারি কখনো হালকা বৃষ্টিপাত হচ্ছে। এর আগের রাতেও চলেছে একটানা বৃষ্টিপাত। এতে নগরবাসী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ— সবাই পড়েছেন চরম দুর্ভোগে।

খুলনা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, আগামী দুই দিনেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সকালে অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে গিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। রাস্তায় গণপরিবহন ছিল কম, আর ভাড়া ছিল চড়া। রিকশা বা মোটরসাইকেল যারা ব্যবহার করেছেন, তাদের কষ্টের শেষ ছিল না।

দোকানদার বলেন, ‘গতকাল বেচাকেনা হয়নি। আজকে তো ভোর থেকেই বৃষ্টি। দোকান খুলব কি না বুঝতে পারছি না। শুনেছি আরও দুদিন এমন বৃষ্টি থাকবে। তাহলে মাসের খরচ তুলতেই কষ্ট হবে।’

শুধু শহরেই নয়, টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের ঘের চাষিরাও। বৃষ্টিতে ঘেরের বাঁধ দুর্বল হয়ে গেছে বলে জানিয়েছেন অনেকে।

বাগেরহাটের মৎস্যচাষি হোসেন শেখ বলেন, ‘দুই দিন ধরে লোক খুঁজছি, কিন্তু বৃষ্টিতে কেউ কাজে আসতে পারছে না। কখন বাঁধ ভেঙে ঘের ভেসে যায় সেই শঙ্কায় আছি।’

এদিকে সোমবার বিকেলে মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে প্লাবিত হয়েছিল খুলনা নগরীর টুটপাড়া, রয়েল মোড়, শান্তিধাম মোড়, পিটিআই মোড়, খালিশপুর, নিউ মার্কেট, ফুলবাড়ি গেট, আলমনগর, মুজগুন্নি ও রূপসা ব্রিজ রোডসহ বহু এলাকা। জলাবদ্ধতার কারণে কিছু সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। অনেক যানবাহন বিকল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

আমার বার্তা/এল/এমই