ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৩:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল ও বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের দাবিতে সড়ক অবরোধ করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে তারা ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড় অবরোধ করেন। এতে ময়মনসিংহ-টাঙ্গাইল, ময়মনসিংহ-জামালপুর, ঢাকামুখী বাইপাস ও টাউনহলমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রসঙ্গত, চলতি বছরের ১৮ মে ওই কলেজের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার আত্মহত্যা করেন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রচলিত শিক্ষাব্যবস্থার চাপেই সে এমন সিদ্ধান্ত নেয়।
এই ঘটনার পর ২০ মে থেকে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। ঈদের পর ১৪ জুন কলেজ খুললেও তারা পাঠদান ও পরীক্ষায় অংশ নেননি। ২৪ জুন থেকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রাখেন। দাবি পূরণ না হওয়ায় ৫ জুলাই থেকে আন্দোলনের নতুন ধাপে বিআইটি গঠনের দাবিতে কর্মসূচি শুরু করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘ দুই মাসেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি, তাই বাধ্য হয়েই আমরা সড়ক অবরোধ করেছি।’
আমার বার্তা/এল/এমই