বোর্ডের ভরাডুবির মাঝেও কুমিল্লা জিলা স্কুলের অনন্য কীর্তি

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৩:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ফলাফল ভরাডুবির মাঝেও বিরল কৃতিত্ব অর্জন করেছে কুমিল্লা জিলা স্কুল। শতভাগ পাসের পাশাপাশি ৩৪৪ জন জিপিএ-৫ পেয়েছে এ বিদ্যালয়টি থেকে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলামের ঘোষিত ফলাফল বিবরণীতে এ তথ্য জানা গেছে।

ফলাফল বিবরণী থেকে জানা গেছে, চলতি বছর কুমিল্লা জিলা স্কুল থেকে ৩৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে সবাই পাস করে। এসব পরীক্ষার্থীর মধ্যে ৩৪৪ জন জিপিএ-৫ পেয়েছে। জিপিএ-৫ এর এই হার অতীতের যেকোনো রেকর্ডকে ভঙ্গ করেছে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ নিয়ে পাঠদান করা ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে। 

গেল বছর সমপরিমাণ পরিক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ পেয়েছিল সর্বোচ্চ ৩২৫ জন। যার শতকরা ৮৯ দশমিক শূন্য ৫ শতাংশ। যেটি বিগত বছরগুলোর সর্বোচ্চ ছিল। কিন্তু এবার ৯৪ দশমিক ২৫ শতাংশ জিপিএ-৫ পেয়ে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি।

অপরদিকে, ফলাফল বিপর্যস্ত হওয়া কুমিল্লা শিক্ষাবোর্ডে শতভাগ পাস করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যালয়টির অভিভাকরা।

তাসনিম জাহান নামের এক অভিভাবক ঢাকা পোস্টকে বলেন, পুরো বোর্ডে যেখন ফলাফল খুব হতাশাজনক, সেখানে আমার ছেলের স্কুল শতভাগ পাস করেছে। এটা অন্যরকম অনুভূতি। সন্তানের ফলাফল নিয়ে টেনশনে ছিলাম। আল্লাহর কাছে শোকর যে আমার ছেলে জিপিএ-৫ পেয়েছে।

ইফতেখার উদ্দিন নামের এক অভিভাবক ঢাকা পোস্টকে বলেন, কুমিল্লা জিলা স্কুল দেশের প্রাচীন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রতি আমাদের সবসময় যে আস্থা রয়েছে, এবারও প্রতিষ্ঠানটি সাফল্য দেখিয়েছে। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় কুমিল্লা জিলা স্কুল কৃতিত্ব বজায় রেখেছে।

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ ঢাকা পোস্টকে বলেন, গত বছরের জুলাইয়ে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ক্লাসে পেতাম না। এ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। মাস ছয়েক আগে থেকে অপেক্ষাকৃত দু্র্বল শিক্ষার্থীদের ভাগ করে আলাদা করে শিক্ষকদের দিয়ে পাঠদান করিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা অতীতের যেকোনো রেকর্ড ভেঙেছি। এছাড়াও অভিভাবকদের নিয়ে বারংবার বসেছি। সবার ঐকান্তিক প্রচেষ্টায়ই আজকের এই ফলাফল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছরের পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার৫৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন কুমিল্লা বোর্ড থেকে। তাদের মধ্যে পাস করেছেন  ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের জার ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬ দশমিক ৭৭ এবং বাণিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ। পাসের হার ও জিপিএ -৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা।


আমার বার্তা/জেএইচ