ভৈরবে বাস চাপায় ব্যাটারি চালিত রিকশা চালক ও যাত্রী নিহত

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৪:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

কিশোরগঞ্জের ভৈরবে বাস চাপায় বিভাটেকের (ব্যাটারি চালিত রিকশা) চালক ও যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লারচর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ। ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

নিহতরা হলেন: শহরের ৮নং ওয়ার্ডের আলী হুসেইন মিয়ার ছেলে রিকশা চালক কাইয়ূম মিয়া (৪০) এবং উপজেলা শিবপুর ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের জালাল মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে তিন জন নির্মাণ শ্রমিক বিভাটেকে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল। বিভাটেকটি আঞ্চলিক সড়ক থেকে লিংক রোডে প্রবেশের সময় পেছনে থাকা শ্যামল ছায়া পরিবহনের একটি বাস এটিকে ধাক্কা দেয়। এতে বিভাটেকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর যাত্রী জুয়েল মিয়া মারা যান। এলাকাবাসী আহত তিনজনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতদের মধ্যে চালক কাইয়ূমসহ দুজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথে রিকশা চালক কাইয়ূম মারা যান।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, সকালে খবর পাই বিভাটেক ও একটি বাসের সংঘর্ষ হয়। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করি এবং সুরতহাল রিপোর্ট তৈরি করি।

এছাড়া  দুর্ঘটনাকবলিত বিভাটেক ও  বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আমার বার্তা/এল/এমই