গোপালগঞ্জে সহিংসতায় পাঁচ মৃত্যু, ৪৭৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৪:০০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতায় পুলিশ ও যানবাহনে হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি আরও ৪০০ অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে সদর থানার পরিদর্শক আহম্মদ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ড. রুহুল আমিন সরকার।

উল্লেখ্য, গেল বুধবার এনসিপির গোপালগঞ্জ সমাবেশকে কেন্দ্র করে শহরের পৌর পার্ক এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ শুরুর আগেই সেখানে হামলার ঘটনা ঘটে, আর সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর হামলার শিকার হয়। পুলিশের সঙ্গে হামলাকারীদের কয়েক দফা সংঘর্ষের সময় অন্তত পাঁচজনের মৃত্যু ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে জারি করা হয় ১৪৪ ধারা। এরপর সংঘাত আরও ছড়িয়ে পড়ায় বুধবার রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ জারি করা হয়, যা পরবর্তীতে বাড়ানো হয়।

উল্লেখ্য, এনসিপির 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কর্মসূচির আগের রাত থেকেই জেলায় চরম উত্তেজনা বিরাজ করছিল।

শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতারা সেনা ও পুলিশের নিরাপত্তায় গোপালগঞ্জ ছেড়ে খুলনার পথে রওনা হন।