গজারিয়ায় অবৈধ অস্ত্রের গুলিতে দুইজন আহত

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৬:০০ | অনলাইন সংস্করণ

  মুকবুল হোসেন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ইমামপুর ইউনিয়ন বাগাইকান্দি গ্রামে অবৈধ অস্ত্রের মিস ফায়ারিং গুলিতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ৭  ঘটিকার সময় বাঘাইকান্দি বাজারে জনৈক রতন মিয়ার সেলুন দোকানের সামনে এই ঘটনা ঘটেছে। আহতরা হলেন বাঘাইকান্দি গ্রামের মৃত রেশু বাদশা এর ছেলে বাছেদ(৩৫), আব্দুল খালেক এর ছেলে আল আমিন মাস্টার (৩৮) ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতামতে জানা গেছে বাঘাইয়াকান্দি বাজারে জনৈক রতন(৪৫) এর সেলুনের দোকানের সামনে স্থানীয় লোকজন একটি শব্দ শুনতে পান । শব্দ হওয়ার পরপরই সেলুনের দোকানে থাকা বাছেদ(৩৫), এর কপালে একটি স্প্রিন্টার বল লেগে সামান্য আঘাত প্রাপ্ত হয়  ।সেলুনের দোকানের সামনে বাজার করতে আসা আল আমিন মাস্টার(৩৮), এর ডান পায়ে একটি স্প্রিন্টার বল লেগে সামান্য আঘাত প্রাপ্ত হয়। ধারণা করা হচ্ছে যে, বাজারে থাকা কোন সন্ত্রাসীর লুকায়িত স্হান হতে  সম্ভাব্য শর্ট গানের  দ্বারা মিস ফায়ারের মাধ্যমে ঘটনাটি ঘটে থাকতে পারে।

গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান এই বিষয়ে কোন লোক গ্রেপ্তার নেই এবং ঘটনাস্থল থেকে কোন কিছু উদ্ধার নেই।বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।  মামলা প্রক্রিয়া ধীন রয়েছে।


আমার বার্তা/জেএইচ