নওগাঁ আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের নওদুলী বাজারে দুই ভাই ছ-মিল এন্ড ফার্নিচার মার্ট মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । শুক্রবার ১৮ জুলাই দিবাগতরাতে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় বাজারে নাইট গার্ড মোঃ শফির শেখ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছ-মিলের মালিক মোঃ সাজদার রহমানকে মুঠোফোনে কল করে জানিয়ে দেন আপনার মিলে আগুন লেগেছে।
এ সময় ঘটনাটি জানাজানি হলে। স্থানীয় লোকজন ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু নেওয়াতে না পেরে ফায়ার সার্ভিস আত্রাই কে ফোন দেন এবং তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ বিষয়ে মোঃ সাজদার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার এই ছ-মিল নিয়ে কিছু লোক আমার মিলের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি আমার মিলের ক্ষতি হওয়ায় মানসিকভাবে সুস্থ না থাকার কারণে। আমার ছেলেকে দিয়ে এ ঘটনার সাক্ষী হিসেবে বাজারের নাইটগার্ড মোহাম্মদ শফির শেখ আজাদুল শেখ ও আমিদুল কে সাক্ষী করে অভিযোগ দায়ের করি আত্রাই থানায়। এবং এই দুর্বৃত্তদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।