মাদারীপুরে খালে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

মাদারীপুরে খালের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর তিন বছরের শিশু ওয়ালিদ হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে জেলার কালকিনি উপজেলার চর-ফতেহ বাহাদুর এলাকার খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সে একই এলাকার জুয়েল বেপারীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে খালের ঘাটে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওয়ালিদ। স্থানীয়রা রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে বিষয়টি কালকিনি ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা এসে উদ্ধার অভিযান শুরু করে। এসময় মাদারীপুর থেকে বিশেষ ডুবুরি দল এনে খালে তল্লাশি চালানো হলেও খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে শিশুটির মরদেহটি খালের পানিতে ভেসে উঠে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা বলেন, পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আমার বার্তা/জেএইচ