নোয়াখালীতে পাচারের সময় ৪২৫ কচ্ছপ উদ্ধার

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পাচারের সময় ৪২৫টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী উপকূলীয় বন বিভাগ কচ্ছপগুলো উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়। এর মধ্যে ১০০টি কচ্ছপ মৃত উদ্ধার করা হয়; যা পূজা উপলক্ষে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ডের মণ্ডলপাড়া লোকনাথ মন্দিরের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপগুলো উদ্ধার করে উপকূলীয় বন বিভাগ।

সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা একেএম আরিফুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, পূজা উপলক্ষে নোয়াখালীর বিভিন্ন স্থান থেকে কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মণ্ডলপাড়া মন্দিরের পাশে জড়ো করা হয়েছিল। তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক সাদিক আব্দুল্লাহ জানান, উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে ১০০টি কচ্ছপ মৃত ও বরফ দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। তবে পাচারকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পাচারকারীদের ধরতে তদন্ত টিম কাজ করবে। এ ছাড়া উদ্ধার হওয়া জীবিত কচ্ছপগুলো দেশের বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হবে।

আমার বার্তা/এল/এমই