হাতিয়ায় তলদেশ ফেটে বিকল বাল্কহেডসহ ৪ ক্রু উদ্ধার করেছে কোস্ট গার্ড
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নোয়াখালীর হাতিয়ায় সমুদ্রে তলদেশ ফেটে বিকল হয়ে ভাসতে থাকা একটি বাল্কহেডসহ চারজন ক্রুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকা থেকে ইট বোঝাই করে "দুই বোন পরিবহণ" নামের বাল্কহেডটি চারজন ক্রুসহ নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়।
পরবর্তীতে ১৩ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে হাতিয়া থানাধীন চরঈশ্বর ইউনিয়নের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় বাল্কহেডটির তলদেশ ফেটে অর্ধনিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে। স্থানীয় ঘাটের সভাপতির মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হলে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালানো হয়।
সেদিন বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাসানচরের সদস্যরা অভিযান পরিচালনা করে অর্ধনিমজ্জিত বাল্কহেডসহ চারজন ক্রুকে নিরাপদে উদ্ধার করে। পরবর্তীতে তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড জানায়, আর্ত মানবতার সেবায় তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
আমার বার্তা/এমই