বাগেরহাটে চার আসন বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। 

এর অংশ হিসেবে আগামীকাল শুক্রবার ও আগামী শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) জেলাজুড়ে গণস্বাক্ষর কর্মসূচি এবং রবিবার ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন অফিসের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম এসব কর্মসূচি ঘোষণা করেন।

সালাম বলেন, ‘বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।’

এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলাজুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে উচ্চ আদালতে রিটও করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই