পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎপৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের কাগুজিপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আব্দুল হাকিম কুড়িগ্রামের বাবর আলীর ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মদনপুরা ইউনিয়নের সোনামুদ্দিন গ্রামের আদর্শ গুচ্ছ গ্রামে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী সুজন পাল জানান, আব্দুল হাকিমসহ চারজন শ্রমিক ওই এলাকার মৃত শাহজাহান বেন্ডারের বাড়িতে একটি আম গাছ কাটছিলেন। এ সময় আব্দুল হাকিম বাড়ির ভেতরে বিদ্যুতের সার্ভিস লাইনের তার সরানোর চেষ্টা করতে গিয়ে বিদ্যুতায়িত হন। দ্রুত উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, ঘটনার বিস্তারিত জানার জন্য একজন অফিসার হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পর লাশের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমার বার্তা/এল/এমই