জয়পুরহাটে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জয়পুরহাটে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী শহরের পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারের উদ্যোগে স্থানীয় জনগণের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়।
চিকিৎসাসেবা দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকা কাইফ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান।
আয়োজকরা জানান, এলাকার দরিদ্র ও অবহেলিত মানুষের চিকিৎসাসেবার সুযোগ নিশ্চিত করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা নেন।
পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজালাল হোসেন (রাসেল) বলেন, শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আমার বার্তা/এল/এমই