গজারিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৯:০৯ | অনলাইন সংস্করণ

  মোঃ শাকিল প্রধান,গজারিয়া প্রতিনিধি(মাল্টিমিডিয়া):

মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মরহুম আারাফাত রহমান কোকো স্মৃতি  ফুটবল টুর্নামেন্ট আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১০ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় বালুয়াকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠেন যুবসমাজের সার্বিক সহযোগিতায় ফুটবল টুর্নামেন্ট আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক।

আরো উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শরীফ হোসেন মাষ্টার,  উক্ত খেলা উদ্বোধন করেন বালুয়াকান্দী ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি উপজেলা যুবদলের আহবায়ক সদস্য ফুয়াদ মৃধা,  গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুজন দেওয়ান, বিএনপির ইউনিয়ন ছাত্রদলের সফল সভাপতি নোমান বিল্লাহ বাবু প্রমুখ।খেলায় অংশ গ্রহন করেন মাতৃছায়া একাদশ বনাম সোহাগ স্মৃতি ক্লাব।
হাজার হাজার দর্শকবৃন্দের উৎসবমূখর পরিবেশে বিজয়ী দের হাতে উপহার তুলে দেন কেন্দ্রীয় নেতা আ ক ম মোজাম্মেল হক।