সুন্দরবনে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৩:৫১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

খুলনার কয়রায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১) নামে ছোটন বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সুন্দরবনের রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ছোটন বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কয়রা ও নৌবাহিনী কন্টিনজেন্ট কয়রা যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে ডাকাতদের ধাওয়া করে এক সহযোগীকে আটক করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
জব্দ অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
আমার বার্তা/এল/এমই