বরিশালে সন্দেহভাজন ভারতীয় নারী আটক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৬:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বরিশাল নগরীর ২১নং ওয়ার্ডের মনু মিয়ার লেন এলাকা থেকে সন্দেহভাজন এক ভারতীয় নারীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

এনএসআই বরিশাল কার্যালয়ের একটি গোপন সূত্র জানায়, উক্ত এলাকায় একটি মুসলিম পরিবারের আশ্রয়ে কয়েকজন ভারতীয় নারী অবস্থান করছেন। তারা সবসময় ঘরের দরজা বন্ধ রাখেন এবং বাইরে বের হওয়ার সময় বোরকা পরে চলাফেরা করেন, যাতে পরিচয় গোপন থাকে। এ তথ্যের ভিত্তিতে এনএসআই ও কোতোয়ালী মডেল থানার একটি যৌথ টিম অভিযান চালিয়ে জনৈক কুদ্দুসের ভাড়া বাসা থেকে ওই নারীকে আটক করে।

আটক নারী নিজেকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা রীতা বালা বলে পরিচয় দেন এবং একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখান। তবে এনএসআই বরিশাল কার্যালয় বরিশাল ও মাদারীপুর নির্বাচন অফিসে যোগাযোগ করে যাচাই করলে দেখা যায় কার্ডের সকল তথ্য সঠিক হলেও ছবির ভিন্নতা রয়েছে।

এছাড়া মাদারীপুরের উল্লিখিত ঠিকানায় স্থানীয়ভাবে খোঁজ নিয়ে রীতা বালা নামের কোনো ব্যক্তি বসবাস করেন না বলে জানা যায়। এছাড়া বরিশালে তার অবস্থান বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি প্রতিবার ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করেন, যা সন্দেহের জন্ম দেয়।

অভিযানে অংশ নেওয়া কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ বলেন, আমাদেরকে জেলা এনএসআই বরিশাল কার্যালয় থেকে জানানো হয় যে মনু মিয়ার লেন এলাকায় এক সন্দেহভাজন নারী অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসি।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভারতীয় নাগরিক হতে পারেন। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার জাতীয় পরিচয়পত্রে ছবির অমিলসহ কিছু গড়মিল পাওয়া গেছে। আমরা তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব।

প্রাথমিকভাবে তার অবস্থান সন্দেহজনক হওয়ায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী তদন্ত সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে

আমার বার্তা/এল/এমই